জীব কীভাবে মোহগ্রস্ত হয়?


এক সময় দেবরাজ ইন্দ্র তাঁর দুর্ব্যবহারের জন্য
তাঁর গুরুদেব বৃহস্পতির দ্বারা শ্বাপগ্রস্থ হয়েছিলেন
এবং এই পৃথিবীতে একটি শুকররুপে জন্মগ্রহণ করেছিলেন।
বহুকাল পরে যখন ব্রম্মা তাঁকে স্বর্গলোকে ফিরিয়ে নিয়ে
যেতে চান, তখন স্বর্গলোকে তাঁর দেবরাজ পদ বিস্মৃত হয়ে ইন্দ্র
স্বর্গলোকে ফিরে যেতে নারাজ হন। এটাই হচ্ছে মায়ার সম্মোহনী
শক্তি।ইন্দ্র পর্যন্ত তাঁর স্বর্গলোকের জীবনের কথা ভুলে গিয়ে,
একটি শুকরের জীবন লাভ করে সন্তুষ্ট থাকে।


মায়ার প্রভাবে বদ্ধ জীবেরা তাদের বিশেষ শরীরের প্রতি এত
আসক্ত হয়ে পড়ে যে, তাকে যদি বলা হয়, ‘‘এই শরীরটির ত্যাগ করো,
তাহলে এখনই একটি রাজার শরীর প্রাপ্ত হবে,” সেই প্রস্তাবে সে রাজি
হবে না। এই আসক্তি সমস্ত বদ্ধ জীবদের অত্যন্ত গভীরভাবে প্রভাবিত করে।
**হরে কৃষ্ণ**
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url