তুলসী আরতী কির্ত্তন- Tulshi Aroti bangla
নমো নমঃ তুলসী! কৃষ্ণপ্রেয়সী!
রাধাকৃষ্ণ-সেবা পাব এই অভিলাষী।।
যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়,
কৃপা করি কর তারে বৃন্দাবন বাসী।
মোর এই অভিলাষ, বিলাষ-কুঞ্জে দিও বাস,
নয়নে হেরিব সদা যুগলরূপরাশি।।
এই নিবেদন ধর, সখীর অনুগত কর,
সেবা-অধিকার দিয়ে কর নিজ দাসী।
দীন কৃষ্ণদাসে কয়, এই যেন মোর হয়,
শ্রীরাধাগোবিন্দ-প্রেমে সদা যেন ভাসি।।
তুলসী প্রদক্ষিণ মন্ত্র
যানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ।
তানি তানি প্রণশ্যংতি প্রদক্ষিণঃ পদে পদে।।
তুলসী স্নান মন্ত্র
ওঁ গোবিন্দবল্লভাং দেবিং ভক্তচৈতন্যকারিনিম।
স্নাপয়ামি জগদ্ধাত্রিং বিষ্ণুভক্তিপ্রদায়িনিম।।
তুলসী স্তুতিমন্ত্র
মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী।
আধিব্যাধিহরি নিত্যং তুলসী ত্বং নমোহস্তুতে।
তুলসী প্রণাম মন্ত্র
বৃন্দায়ৈ তুলসীদেবৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ।
বিষ্ণুভক্তি-প্রদায়িন্যৈ সত্যবত্যৈ নমো নমঃ।।
আরও পড়ুনঃ
আমি এই মন্ত্র দেখে প্রতিদিন তা তুলসী মন্দিরে গায়।
হরে কৃষ্ণ 🙏