বিখ্যাত মনিষীদের চিরন্তন বাস্তবতার শিক্ষামূলক ও আধ্যাত্মিক নীতি বাণী সমগ্র-bangla bani
বাছাইকৃত বিখ্যাত মনিষীদের বাস্তবতার চিরন্তন ও শিক্ষা মূলক বাংলা নীতি বানী সমগ্র-Bangla bani
বাণী হচ্ছে এমন কিছু শব্দের সমষ্টি যা বিখ্যাত মনিষীরা তাদের সমগ্র জীবনের অভিজ্ঞতা থেকে লিখে রেখে দিয়ে গেছে। অনেক রকমের বাণী রয়েছে, যেমন আমাদের জীবনকে উন্নত করার জন্য অনুপ্রেরনার শিক্ষামূলক ও আধ্যাত্মিক বাণী। নিম্নে বাচাই কৃত বাংলা বাণী সমগ্র দেওয়া হলো।
বাস্তবতার শিক্ষামূলক নীতি বাণী সমগ্র
✮ শিক্ষার যথার্থ উদ্দেশ্য হলো তাকে কাজে লাগানো, শুধু জ্ঞান আহরণ নয়।-- স্পেন্সার।
✮ অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় --এডওয়ার্ড হল।
✮ আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না -- শিলার
✮ অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস -- বেনজামিন ফ্রাঙ্কলিন।
✮ অন্যায় করে লজ্জা না পাওয়াটা আরেকটি অন্যায়।--
সক্রেটিস
✮ কোন লোক যতখানি সুখী হতে চায়, ততটাই সুখী হতে পারে।--লিঙ্কন।
✮ যে দুর্বল, সে কোনদিন সুবিচার করিতে সাহস পায় না।-- রবীন্দ্রনাথ ঠাকুর।
✮ স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশী ভালোবাসে |--হুমায়ূন আহমেদ
✮ আগুন যেমন ফুৎকার দ্বারা বৃদ্ধি পায়, ক্রোধ তেমনি বৃদ্ধি পায় কথার দ্বারা।--টমাস ফুলার
✮ তোমার নজর যদি অন্যের কু-ই দেখে, তবে তুমি কখনই কাউকে ভালবাসতে পারবে না । আর যে সৎ দেখতে পারে না সে কখনই সৎ হয় না।--শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র ।
✮প্রতিশ্রুতি খুব কম দিও । দয়া করবার আগে ন্যায়বান হও ।--শেখ সাদী (রঃ) ।
✮মাঝে মাঝে তুচ্ছ বিষয় চোরাকাঁটার মতো মনে লেগে থাকে । ব্যাথা দেয় না , অস্বস্থি দেয় ।--হুমায়ুন আহমেদ (বলপয়েন্ট)
✮আমার ব্যাপারে আমি আশাবদী-এর চেয়ে কার্যকর আর কিছু হতে পারে না।--উইন্সটন চার্চিল
✮ আশাবাদের ভিত্তি হল চিরন্তন ভয়।--অস্কার ওয়াইল্ড
✮ আশাবাদী মানুষ মনে করে, সে জগতের সবচেয়ে ভাল অবস্হায় আছে, আর হতাশাবাদী নৈরাশ্যকে সত্য ভেবে ভয় পায়।-- জেমস ব্রাঞ্চ ক্যাবেল
✮ দেশকে ভালো না বাসলে তাকে ভালো করে জানবার ধৈর্য থাকে না, তাকে না জানলে তার ভালো করতে চাইলেও তার ভালো করা যায় না।--রবীন্দ্রনাথ ঠাকুর
✮ শিল্প-বাণিজ্যের উন্নতি না করিতে পারিলে জাতির পতন যেমন অবশ্যম্ভাবী, সত্যের উপর ভিত্তি প্রতিষ্ঠিত না করিলে বাণিজ্যের পতনও আবার তেমনি অবশ্যম্ভাবী।--কাজী নজরুল ইসলাম
✮ মহৎ কাজ কখনোই ঝুঁকি ছাড়া সম্পন্ন হয়নি।--হেরোডোটাস
✮ আমাদের ধৈর্য আমাদের শক্তির চেয়েও বেশী কিছু দেয়।--এডমন্ড বার্ক
✮ দুই ধরনের পাপ থেকে অন্য সব পাপের সৃষ্টি হয়, ধৈর্যহীনতা আর আলস্য।--ফ্রানজ কাফকা
✮ অন্যের সৎ কর্মের দিকে তাকাও আর নিজের দুস্কর্মের দিকে তাকাও।--বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
✮ আমার অভিঞ্জতা বলে, যেসব লোকের দুস্কর্ম নেই, তাদের সৎ কর্মও নেই।--আব্রাহাম লিঙ্কন
✮ মানুষের মধ্যেই আমাদের বসবাস করতে হয়। তাই আসুন মনবতার জয়গান গাই।--আদ্রে জিদ
✮. মিষ্টি মধুর কথায় যতটা আনন্দ পাওয়া যায়, অন্য কিছুতে ততটা আনন্দ পাওয়া যায় না -- টমাস ফুলার।
✮ সুন্দর করে কথা বলা একটা আর্ট(কৌশল)। এই আর্ট আয়ত্বে থাকলে সহজে মানুষকে আপন করা যায় -- হেনরীভন ডাইক।
✮ দুনিয়ার মজদুর এক হও --কার্ল মাক্স।
✮ বেশী কথা বলা , তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন --এরিষ্টটল।
✮ মানুষ সামাজিক জীব --এরিষ্টটল।
✮ একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না-- শেখ সাদী।
✮ বৃদ্ধদের প্রতি অবজ্ঞা পোষন করো না, কারণ অভিজ্ঞতার মূল্য অনেক - -ডব্লিউ বি. র্যান্তস।
✮ নিজের বোকামী ঢাকতে অন্যের উপর দোষ চাপিও না- -জর্জ ম্যাডোনাল্ড।
✮ যৌবন কালে অরধেক খাও, আর অরধেক সঞ্চয় কর। যৌবনের সঞ্চয় বৃদ্ধ কালের অবলম্বন --সক্রেটিস্ ।
✮ একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন --লং ফেলো।
✮ দর্ভাগ্যকে যে সহ্য করতে পারে না সে সত্যিই হতভাগা --বর্নলী।
✮ জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না --জর্জ হার্বাটর
✮ একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে --কার্লাইন।
✮ বড় হতে হলে সবাগ্রে সময়ের মূল্য দিতে হবে --চার্লস ডিকেন্স।
✮ যিনি সম্পদের লোভে বিয়ে করেন , তিনি তার সত্ত্বাকে বিকিয়ে দেন --টমাস ফুলার।
✮ সম্পদ কোন দিনও সভ্যতা ও সম্মান আনতে পারে না --হেনরী ওয়ার্ড।
✮ অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো --পিথাগোরাস।
✮ অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় --এডওয়ার্ড হল।
✮ আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না -- শিলার
✮ অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস -- বেনজামিন ফ্রাঙ্কলিন।
✮ অন্যায় করে লজ্জা না পাওয়াটা আরেকটি অন্যায়।--
সক্রেটিস
✮ কোন লোক যতখানি সুখী হতে চায়, ততটাই সুখী হতে পারে।--লিঙ্কন।
✮ যে দুর্বল, সে কোনদিন সুবিচার করিতে সাহস পায় না।-- রবীন্দ্রনাথ ঠাকুর।
✮ স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশী ভালোবাসে |--হুমায়ূন আহমেদ
✮ আগুন যেমন ফুৎকার দ্বারা বৃদ্ধি পায়, ক্রোধ তেমনি বৃদ্ধি পায় কথার দ্বারা।--টমাস ফুলার
✮ তোমার নজর যদি অন্যের কু-ই দেখে, তবে তুমি কখনই কাউকে ভালবাসতে পারবে না । আর যে সৎ দেখতে পারে না সে কখনই সৎ হয় না।--শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র ।
✮প্রতিশ্রুতি খুব কম দিও । দয়া করবার আগে ন্যায়বান হও ।--শেখ সাদী (রঃ) ।
✮মাঝে মাঝে তুচ্ছ বিষয় চোরাকাঁটার মতো মনে লেগে থাকে । ব্যাথা দেয় না , অস্বস্থি দেয় ।--হুমায়ুন আহমেদ (বলপয়েন্ট)
✮আমার ব্যাপারে আমি আশাবদী-এর চেয়ে কার্যকর আর কিছু হতে পারে না।--উইন্সটন চার্চিল
✮ আশাবাদের ভিত্তি হল চিরন্তন ভয়।--অস্কার ওয়াইল্ড
✮ আশাবাদী মানুষ মনে করে, সে জগতের সবচেয়ে ভাল অবস্হায় আছে, আর হতাশাবাদী নৈরাশ্যকে সত্য ভেবে ভয় পায়।-- জেমস ব্রাঞ্চ ক্যাবেল
✮ দেশকে ভালো না বাসলে তাকে ভালো করে জানবার ধৈর্য থাকে না, তাকে না জানলে তার ভালো করতে চাইলেও তার ভালো করা যায় না।--রবীন্দ্রনাথ ঠাকুর
✮ শিল্প-বাণিজ্যের উন্নতি না করিতে পারিলে জাতির পতন যেমন অবশ্যম্ভাবী, সত্যের উপর ভিত্তি প্রতিষ্ঠিত না করিলে বাণিজ্যের পতনও আবার তেমনি অবশ্যম্ভাবী।--কাজী নজরুল ইসলাম
✮ মহৎ কাজ কখনোই ঝুঁকি ছাড়া সম্পন্ন হয়নি।--হেরোডোটাস
✮ আমাদের ধৈর্য আমাদের শক্তির চেয়েও বেশী কিছু দেয়।--এডমন্ড বার্ক
✮ দুই ধরনের পাপ থেকে অন্য সব পাপের সৃষ্টি হয়, ধৈর্যহীনতা আর আলস্য।--ফ্রানজ কাফকা
✮ অন্যের সৎ কর্মের দিকে তাকাও আর নিজের দুস্কর্মের দিকে তাকাও।--বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
✮ আমার অভিঞ্জতা বলে, যেসব লোকের দুস্কর্ম নেই, তাদের সৎ কর্মও নেই।--আব্রাহাম লিঙ্কন
✮ মানুষের মধ্যেই আমাদের বসবাস করতে হয়। তাই আসুন মনবতার জয়গান গাই।--আদ্রে জিদ
✮. মিষ্টি মধুর কথায় যতটা আনন্দ পাওয়া যায়, অন্য কিছুতে ততটা আনন্দ পাওয়া যায় না -- টমাস ফুলার।
✮ সুন্দর করে কথা বলা একটা আর্ট(কৌশল)। এই আর্ট আয়ত্বে থাকলে সহজে মানুষকে আপন করা যায় -- হেনরীভন ডাইক।
✮ দুনিয়ার মজদুর এক হও --কার্ল মাক্স।
✮ বেশী কথা বলা , তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন --এরিষ্টটল।
✮ মানুষ সামাজিক জীব --এরিষ্টটল।
✮ একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না-- শেখ সাদী।
✮ বৃদ্ধদের প্রতি অবজ্ঞা পোষন করো না, কারণ অভিজ্ঞতার মূল্য অনেক - -ডব্লিউ বি. র্যান্তস।
✮ নিজের বোকামী ঢাকতে অন্যের উপর দোষ চাপিও না- -জর্জ ম্যাডোনাল্ড।
✮ যৌবন কালে অরধেক খাও, আর অরধেক সঞ্চয় কর। যৌবনের সঞ্চয় বৃদ্ধ কালের অবলম্বন --সক্রেটিস্ ।
✮ একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন --লং ফেলো।
✮ দর্ভাগ্যকে যে সহ্য করতে পারে না সে সত্যিই হতভাগা --বর্নলী।
✮ জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না --জর্জ হার্বাটর
✮ একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে --কার্লাইন।
✮ বড় হতে হলে সবাগ্রে সময়ের মূল্য দিতে হবে --চার্লস ডিকেন্স।
✮ যিনি সম্পদের লোভে বিয়ে করেন , তিনি তার সত্ত্বাকে বিকিয়ে দেন --টমাস ফুলার।
✮ সম্পদ কোন দিনও সভ্যতা ও সম্মান আনতে পারে না --হেনরী ওয়ার্ড।
✮ অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো --পিথাগোরাস।
✮ কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় --আলফ্রেড মার্শাল।
✮ যে লোক কম কথা বলে বা চুপ থাকে সে লোক অনেক বিপদ থেকে মুক্ত।--আল হাদিস
✮ বেহেশতে প্রবেশ করবে না প্রতারক, কৃপণ এবং যে বেক্তি দান করে খোঁটা দেয়।--তিরমিজি শরীফ
✮ সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে।--হযরত আলী
✮ তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে দেয়; লোভ, হিংসা ও অহংকার।--ইমাম গাজ্জালী
✮ সাফল্যের ৩টি শর্তঃ
- অন্যের থেকে বেশী জানুন।
- অন্যের থেকে বেশী কাজ করুন।
- অন্যের থেকে কম আশা করুন!
--উইলিয়াম শেক্সপিয়ার।
✮আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।
--উইলিয়াম শেক্সপিয়ার।
জীবনে সাফল্য লাভের বাণী সমূহ
✮“মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে”
--কাজী নজরুল ইসলাম।
✮ এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর
কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না,
জীবন তার মতই প্রবাহিত হবে। তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক,
সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো পৃথিবীর
সকল কষ্টই ক্ষণস্থায়ী। ---হুমায়ুন আহমেদ।
✮ যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর।
--হুমায়ুন আহমেদ।
✮ বিয়ে একটি জুয়া খেলা- পুরুষ বাজী রাখে স্বাধীনতা
আর নারী বাজী রাখে সুখ।---মাদ সোয়াজেন।
✮নিজেকে নিয়ন্ত্রণ কর তারপর অন্যকে অনুশাসন কার,
নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে।
নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন----গৌতম বুদ্ধ।
✮ যে পুরষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর
যে কোন জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে।
--জে. বি. ইয়েটস।
✮ চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না।
--স্বামী বিবেকানন্দ।
✮ নষ্টদের কোন দল নেই। এরা স্বার্থের জন্য সকল
পরিচয়েই পরিচিত হতে চায় যা তাদের স্বার্থের অনুকূলে যায়।
--নষ্ট আজাদ।
✮ যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে
যাবে যে ‘তুমি কে; কিন্তু যখন তোমার পকেট ফাকাঁ থাকবে তখন
সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে!---বিল গেটস।
✮ বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া
এবং কর্তব্যকে দ্বিগুণ করা।।---শুপেনহাওয়ার।
✮ ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে,
কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।
--ইলা অলড্রিচ
✮ আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা
দিয়ে মানুষ চেনা যায়।-- জন এ শেড।
✮ সৎ লোক সতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু
অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়।
--হযরত সুলায়মান।
✮ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং
পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে।।
--বায়রন।
✮ অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না।
--বায়রন।
✮ “জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই।।
--গীতা।
✮ যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়।।
--জর্জ গ্রসভিল।
✮ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ
উদ্দেশ্য খুঁজে পায় না।।--জন বেকার।
✮ সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।।
--হযরত আলী (রাঃ)
✮ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে।
--ডব্লিউ এস ল্যান্ডের।
✮ একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ।
-- এস টি কোলরিজ।
✮ যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে
সেটা বুঝতে দেবে না।-- জন বেকার।
✮ যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসূখী।।
--জন লিলি।
✮ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে
বিরাট অট্রালিকায় থাকার কোন সার্থকতা নেই।।
--উলিয়ামস হেডস।
✮ সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষক্রুটি নিজেকে দিয়ে
বিবেচনা করতে পারে।।--লর্ড হ্যলি ফক্স।
✮ সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন।।
--মার্ক টোয়েন।
✮ যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য।।
--আলেকজান্ডার।
✮ ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যন্তের উপর তা গড়ে উঠে।।
--স্কট।
✮ চিন্তা কর বেশি, বল কম, লেখো তার চেয়েও কম।
--জনরে।
✮ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা,
ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।।
--মারিও কুওমো।
✮ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের
পথে চলুন।।--ডেল কার্নেগি।।
✮ হ্যা এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ
কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।।--পীথাগোরাস।
✮ তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে
ভালবাসতে শেখো।।--লেলিন।
✮ একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন
অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।।
-- জর্জ লিললো।
✮ বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,
আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।
--মিল্টন।
✮ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না।
যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।
--আইনস্টাইন।
✮ যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।।
--উইলিয়াম ল্যাংলয়েড।
✮ সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো
শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য
বলে মনে হয়।।--হুমায়ূন আজাদ।
✮ যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।
-- জন এন্ডারসন।
✮ যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবারজন্যেও।
--থেলিস।
✮ পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি ১টি মাছকে তার গাছ
বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন
নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে।।--আইনস্টাইন।
✮ আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা করাকে মেনে নিতে পারি না।
--মাইকেল জর্ডান।
✮ যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
--আইনস্টাইন।
✮ স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে;
তাই হলো শিক্ষা।।--আইনস্টাইন।
✮ যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির
দিকে। তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।।
--ডঃ লুৎফর রহমান।
✮ ছেলেদের মধ্যে বন্ধুত নষ্টের অন্যতম দুইটি কারণ- টাকা এবং মেয়ে।
সব সময় এই দুইটি জিনিস বন্ধুত থেকে দূরে রাখতে চেষ্টা করুন।
--হুমায়ুন আজাদ।
✮ একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার
বন্ধু সব বিষয়ে পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর
আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।---বিল গেটস।
✮ আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়,
কিন্তু যদি গরীব হয়ে মারা যান তবে সেটা আপনার দোষ।
--বিল গেটস।
✮ সুন্দর একটা মানুষ না খুঁজে, সুন্দর একটা মন খুঁজো,
তাহলে ভালবাসার সফলতা আসবে।।
কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে”
--কাজী নজরুল ইসলাম।
✮ এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর
কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না,
জীবন তার মতই প্রবাহিত হবে। তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক,
সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো পৃথিবীর
সকল কষ্টই ক্ষণস্থায়ী। ---হুমায়ুন আহমেদ।
✮ যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর।
--হুমায়ুন আহমেদ।
✮ বিয়ে একটি জুয়া খেলা- পুরুষ বাজী রাখে স্বাধীনতা
আর নারী বাজী রাখে সুখ।---মাদ সোয়াজেন।
✮নিজেকে নিয়ন্ত্রণ কর তারপর অন্যকে অনুশাসন কার,
নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে।
নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন----গৌতম বুদ্ধ।
✮ যে পুরষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর
যে কোন জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে।
--জে. বি. ইয়েটস।
✮ চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না।
--স্বামী বিবেকানন্দ।
✮ নষ্টদের কোন দল নেই। এরা স্বার্থের জন্য সকল
পরিচয়েই পরিচিত হতে চায় যা তাদের স্বার্থের অনুকূলে যায়।
--নষ্ট আজাদ।
✮ যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে
যাবে যে ‘তুমি কে; কিন্তু যখন তোমার পকেট ফাকাঁ থাকবে তখন
সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে!---বিল গেটস।
✮ বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া
এবং কর্তব্যকে দ্বিগুণ করা।।---শুপেনহাওয়ার।
✮ ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে,
কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।
--ইলা অলড্রিচ
✮ আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা
দিয়ে মানুষ চেনা যায়।-- জন এ শেড।
✮ সৎ লোক সতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু
অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়।
--হযরত সুলায়মান।
✮ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং
পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে।।
--বায়রন।
✮ অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না।
--বায়রন।
✮ “জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই।।
--গীতা।
✮ যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়।।
--জর্জ গ্রসভিল।
✮ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ
উদ্দেশ্য খুঁজে পায় না।।--জন বেকার।
✮ সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।।
--হযরত আলী (রাঃ)
✮ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে।
--ডব্লিউ এস ল্যান্ডের।
✮ একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ।
-- এস টি কোলরিজ।
✮ যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে
সেটা বুঝতে দেবে না।-- জন বেকার।
✮ যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসূখী।।
--জন লিলি।
✮ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে
বিরাট অট্রালিকায় থাকার কোন সার্থকতা নেই।।
--উলিয়ামস হেডস।
✮ সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষক্রুটি নিজেকে দিয়ে
বিবেচনা করতে পারে।।--লর্ড হ্যলি ফক্স।
✮ সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন।।
--মার্ক টোয়েন।
✮ যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য।।
--আলেকজান্ডার।
✮ ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যন্তের উপর তা গড়ে উঠে।।
--স্কট।
✮ চিন্তা কর বেশি, বল কম, লেখো তার চেয়েও কম।
--জনরে।
✮ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা,
ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।।
--মারিও কুওমো।
✮ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের
পথে চলুন।।--ডেল কার্নেগি।।
✮ হ্যা এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ
কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।।--পীথাগোরাস।
✮ তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে
ভালবাসতে শেখো।।--লেলিন।
✮ একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন
অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।।
-- জর্জ লিললো।
✮ বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,
আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।
--মিল্টন।
✮ এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না।
যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।
--আইনস্টাইন।
✮ যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।।
--উইলিয়াম ল্যাংলয়েড।
✮ সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো
শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য
বলে মনে হয়।।--হুমায়ূন আজাদ।
✮ যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।
-- জন এন্ডারসন।
✮ যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবারজন্যেও।
--থেলিস।
✮ পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি ১টি মাছকে তার গাছ
বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন
নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে।।--আইনস্টাইন।
✮ আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা করাকে মেনে নিতে পারি না।
--মাইকেল জর্ডান।
✮ যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
--আইনস্টাইন।
✮ স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে;
তাই হলো শিক্ষা।।--আইনস্টাইন।
✮ যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির
দিকে। তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।।
--ডঃ লুৎফর রহমান।
✮ ছেলেদের মধ্যে বন্ধুত নষ্টের অন্যতম দুইটি কারণ- টাকা এবং মেয়ে।
সব সময় এই দুইটি জিনিস বন্ধুত থেকে দূরে রাখতে চেষ্টা করুন।
--হুমায়ুন আজাদ।
✮ একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার
বন্ধু সব বিষয়ে পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর
আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।---বিল গেটস।
✮ আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়,
কিন্তু যদি গরীব হয়ে মারা যান তবে সেটা আপনার দোষ।
--বিল গেটস।
✮ সুন্দর একটা মানুষ না খুঁজে, সুন্দর একটা মন খুঁজো,
তাহলে ভালবাসার সফলতা আসবে।।
আরও পড়ুন
* চানক্য পন্ডিতের অমূল্য বাণী যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে
* মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের বাণী
* মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের বাণী
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
খুব সুন্দর একটি ব্লগ সাইট। এই ধরনের মোটিভেশনাল উক্তি, শিক্ষামূলক গল্প এবং রহস্য গল্প পড়তে ভিজিট করুন অনুপ্রেরণা ডটকম ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।