জীবনে সাফল্য পেতে চান ? . তাহলে মেনে চলুন এই দশটি টিপস । (bangla bani) - শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ বাংলা

নতুন পোষ্ট

Add

রবিবার, ৩১ জুলাই, ২০১৬

জীবনে সাফল্য পেতে চান ? . তাহলে মেনে চলুন এই দশটি টিপস । (bangla bani)


জীবনের সাফল্য



জীবনে সাফল্য লাভের পন্থা

১] সবার থেকে আলাদা হতে
চেষ্টা করুন, আপনি সবার মতো হবেন
কেন । আপনার ব্যক্তিত্ব আপনার
অহংকার । তবে এই অহংকার যেন
অন্য মানুষ কে খাট না করে

২] আপনাকে যে উচ্চ শিক্ষিত হতে
হবে এমন কোন কথা নেই । বিশ্বের
বেশি ভাগ সফল ব্যক্তিত্ব উচ্চ
শিক্ষিত নন । তবে লেখাপড়া বাদ
দিয়ে ঘরে বসে থাকাটা
বোকামি ।

৩] আপনাকে পরিশ্রমী হতে হবে ।
পরিশ্রমের কোন বিকল্প নেই । অলস্য
ঝেড়ে ফেলুন । নির্দিষ্ট একটি
রূটিনের ভেতর চলুন তবে এক
ঘেয়েমি দূর করার জন্য মাঝে
মাঝে বিনোদন মূলক কিছু করুন তবে
সেটা যেন অশ্লীল কিছু না হয় ।

৪] বাংলাদেশের পেক্ষাপটে
চাকরির বাজার মন্দা । ব্যবসা
করতে পারেন অথবা এই তথ্য প্রযুক্তির
যুগে আরো অন্যান্য মাধ্যম আছে যা
থেকে প্রচুর আয় করা যায় । সেগুলোর
সন্ধান করুণ । তবে যাই করুন না কেন,
নাক থেকে শরম এবং লজ্জা ঝেড়ে
ফেলুন ।

৫] মিশুক এবং কৌশুলি হতে চেষ্টা
করুন । সবার সাথে ভালো ব্যবহার
করুন । ভালো ব্যবহার ব্যাবসার মূল ধন
তবে চাটুকারদের থেকে সাবধান ।
প্রথমিক অবস্থায় আপনাকে প্রচুর
শারীরিক এবং মানসিক পরিশ্রম
করতে হবে । সেটা সহ্য করার ক্ষমতা
রাখুন ।

৬] জীবনে উপরে উঠার জন্য প্রেরণা
একটি বড় বিষয় । নিজেকে নিজে
সান্ত্বনা দিন । কখনোই হতাশ হবেন
না । সফল ব্যক্তিদের জীবনী পড়ুন ।
ভেঙে গেলেন তো হেরে গেলেন।


৭] আরেকটা বড় বিষয় হলো নিজে সৎ
থাকুন নিজের উদ্দেশ্য কে সৎ রাখুন ।
আপনি এখন বলতে পারেন সৎ পথে
বাংলাদেশে কখনো সাফল্য লাভ
করা সম্ভব না । তবে আপনাকে বলি
অসৎ পথে সাফল্য লাভ আর বেলা
ভূমির খেলা ঘর সমান কথা । কখন যে
স্রোতে ভেসে যাবে বলা মুশকিল
। আর পরকাল তো আছেই

৮] কিছু কিছু ক্ষেত্রে হিসাবি
হোন কিছু ক্ষেত্রে উদার । যাদের
দ্বারা আপনি উপরে উঠবেন তাদের
পর্যাপ্ত সুযোগ সুবিধা দিন । তারা
হ্যাপি থাকলে আপনার উপরে
উঠতে বেশি সময় লাগবে না । তবে
বিশ্বাস ভঙ্গকারীদের ধারে
কাছে ভিড়তে দিবেন না ।

৯] কাজে বাধা দেওয়ার মানুষের
অভাব নেই । নিন্দুকেরা আপনার
পিছু নেবে । তাদের কথায় কান
দিবেন না । আপনার লক্ষ্য, আপনার
উদ্দেশ্য, আপনার কর্ম পদ্ধতি আপনি
ঠিক রাখুন । একদিন দেখবেন
নিন্দুকের মুখে ছাই দিয়ে আপনি
উপরে উঠে গেছেন ।

১০] তবে সর্বশেষ একটা কথা থাকে
যায় সেটা হলো ভাগ্য । ভাগ্য
আপনাকে নিজ হাতে গড়ে নিতে
হবে । তারপরেও আপনার অদৃষ্ট
আপনার অনুকূলে রাখার প্রত্যয়ে
সৃষ্টিকর্তার উপর চরম বিশ্বাস রাখুন ।

যদি বিশ্বাস অটুট থাকে ভাগ্য
আপনার সহায় থাকবে । যে কোন
পরিস্হিতিতে সৃষ্টিকর্তাকে স্বরণ
করতে ভুলবেন না কখনো ।

1 টি মন্তব্য: