শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ- ভগবান শ্রীকৃষ্ণের সকল লীলা কাহিনী
এই কলিযুগে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে শ্রীমদ্ভাগবত কথা শ্রবণ ও হরে কৃষ্ণ মহান্ত্র জপ করা। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের সকল লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে। যা পাঠ করে আমরা কৃষ্ণ চেতনা ও ভক্তি লাভ করতে পারি।
👃শ্রীমদ্ভাগবত মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে👃
🌷শ্রীকৃষ্ণ যখন তাঁর লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্জল এই পুরাণের উদয় হয়েছে । কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবৎ-দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে ।
(শ্রীমদ্ভাগবত-শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন)
🌷আমি আদিদেব, করুণানিধান, তমালবর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, অপার-সংসার-সাগর পার হইবার সেতু-স্বরূপ শ্রীমদ্ভাগবতকে ভজনা করি । এই গ্রন্থাবতারের দ্বাদশটি স্কন্ধ শ্রীভগবানের দ্বাদশটি অঙ্গ-স্বরূপ । প্রথম ও দ্বিতীয় স্কন্ধ ইহাঁর পদযুগল, তৃতীয় ও চতুর্থ স্কন্ধ ইহাঁর উরুদ্বয়, পঞ্চম ইহাঁর নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ ইহাঁর ভুজান্তর অর্থাৎ বক্ষঃস্থল । সপ্তম ও অষ্টম এই দুইটি ইহাঁর দুইটি বাহু, দশম স্কন্ধ ইহাঁর প্রফুল্ল মুখপদ্ম স্বরূপ, একাদশ ইহাঁর ললাটদেশ এবং দ্বাদশ স্কন্ধ ইহাঁর মস্তক ।
👇নিম্নে শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধের, ভগবান শ্রীকৃষ্ণের সকল লীলা কাহিনীর লিংক প্রদান করা হলো👇